টিএমএসএস ক্যান্সার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন
২৫০ শয্যা বিশিষ্ট টিএমএসএস ক্যান্সার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক
২৫০ শয্যা বিশিষ্ট টিএমএসএস ক্যান্সার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সেন্টারটি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেসরকারি পর্যায়ে তুলনামূলক কম খরচে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা দেয়ার প্রত্যয়ে স্থাপিত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ টিএমএসএস ক্যান্সার সেন্টার। কিছুদিন আগে ডক্টর টিভি অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।
তিনি জানান, সর্বাধুনিক প্রযুক্তির মেশিন নিয়ে এসেছে টিএমএসএস ক্যান্সার সেন্টার। শুধু উত্তরবঙ্গ নয়, দেশের অন্যতম সেরা ক্যান্সার চিকিৎসা কেন্দ্র হবে টিএমএসএস ক্যান্সার সেন্টার।
এছাড়াও, ১০০০ শয্যা বিশিষ্ট টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এর চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।