ঢামেকে নিপাহ আক্রান্ত কিশোরের মৃত্যু
ডক্টর টিভি রিপোর্ট
2023-02-14 13:08:42
জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওপেক) তার মৃত্যু হয়
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নিপাহ ভাইরাসে আক্রান্ত মোহাম্মদ শাহ আলম (১৫) মারা গেছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওপেক) তার মৃত্যু হয়।
শাহ আলমের বাড়ি নরসিংদীর শিবপুরে। তার বাবা জালাল মিয়া জানান, ১৮ জানুয়ারি শাহ আলম খেজুরের রস পান করে অসুস্থ হয়ে পড়ে। ১০–১২ দিনেও জ্বর পড়েনি। গত বৃহস্পতিবার জ্বর বেশি থাকায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে শুক্রবার ঢাকা মেডিকেলে আনা হলে, আইসিডিডিআর,বির পরীক্ষায় তার শরীরে নিপাহ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে