ওসমানী মেডিকেলে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ অধিশাখার যুগ্মসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা, শিশির রঞ্জন চক্রবর্তী (কোড ৪১৯৪৯)। এরআগে, তিনি একই মেডিকেল কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যপক ডা. মুজিবুল হক। এরআগে তিনি একই প্রতিষ্ঠানে অধ্যাপক (পিডিয়াট্রিক্স) হিসেবে কর্মরত ছিলেন।
বদলী/পদায়নকৃত কর্মকর্তারা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহন করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন। যোগদানের পর বদলী পদায়নকৃত কর্মস্থলে মুভ ইন হবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।