মমেক হাসপাতালে মৃগী রোগের আধুনিক চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মৃগী রোগের আধুনিক চিকিৎসা বিষয়ক দিনব্যাপী বৈজ্ঞনিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ রাইসুল হাসান নোমান অডিটোরিয়ামে
মৃগী রোগের আধুনিক চিকিৎসা বিষয়ক দিনব্যাপী বৈজ্ঞনিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ রাইসুল হাসান নোমান অডিটোরিয়ামে। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) 'Epilepsy Care: A Pragmatic Approach' শীর্ষক জাতীয় পর্যায়ের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তী নিউরোলজিস্ট ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হসপিটালের পরিচালক অধ্যাপক (ডা.) কাজী দীন মোহাম্মদ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি ও নিউরো-সার্জারি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবদুল কাদের।
দুইটি সায়েন্টিফিক সেশনে অনুষ্ঠিত সেমিনারে পাঁচজন স্বনামধন্য নিউরোলজিস্ট ও নিউরোসার্জন মৃগী রোগের নানাদিক তুলে ধরেন। সেমিনারের প্রথম সেশনে নিউরোলজি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. মানবেন্দ্র ভট্টাচার্য 'দি ইন্টারন্যাশনাল লীগ এগেইন্সট এপিলেপসি'র নতুন শ্রেণীবিন্যাসের কার্যকারিতা ও প্রয়োগ বর্ণনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস ও ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হসপিটালের নিউরো-সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক (ডা.) মো. জাহেদ হোসাইন।
দেশে মৃগী রোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক (ডা.) কাজী দীন মোহাম্মদ।