৬টি বেসরকারি মেডিকেল সম্পর্কে বিএমডিসির বিজ্ঞপ্তি
৬টি বেসরকারি মেডিকেল কলেজ সম্পর্কে বিস্তারিত পর্যবেক্ষণসহ সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)
অনুমোদন বাতিলকৃত রাজধানীর মোহাম্মদপুরের বেসরকারি কেয়ার মেডিকেল কলেজসহ ৬টি বেসরকারি মেডিকেল কলেজ সম্পর্কে বিস্তারিত পর্যবেক্ষণসহ সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকায় রয়েছে- কেয়ার মেডিকেল কলেজ, নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, আইচি মেডিকেল কলেজ, নাইটিংগেল মেডিকেল কলেজ ও শাহ মখদুম মেডিকেল কলেজের নাম।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৭-১৮ সেশন থেকে কেয়ার মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি বিএমডিসির তালিকাভুক্ত নয়। মন্ত্রণালয়ের হস্তক্ষেপে কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরকে অন্যান্য স্বীকৃত বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের স্বীকৃতি স্থগিতসহ ২০১৬-১৭ সাল থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেইসাথে মেডিকেল কলেজটির সকল শিক্ষার্থীকে অন্যান্য স্বীকৃত বেসরকারি মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের স্বীকৃতিও স্থগিত আছে। ২০১৭-১৮ সাল থেকে প্রতিষ্ঠানটিতে ছাত্র ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বর্তমানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম হাইকোর্টে বিচারাধীন।
আইচি মেডিকেল কলেজ বিএমডিসির তালিকাভুক্ত নয়। ২০১৭-১৮ সাল থেকে ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বর্তমানে শিক্ষার্থী ভর্তির বিষয়ে হাইকোর্টে বিচারাধীন।
তালিকাভুক্ত নাইটিংগেল মেডিকেল কলেজের স্বীকৃতি স্থগিত আছে ২০১৬-১৭ সেশন থেকে।তখন থেকেই ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদেরকে অন্যান্য স্বীকৃত বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শাহ মখদুম মেডিকেল কলেজটি বিএমডিসির তালিকাভুক্ত হয়নি। ২০২০-২১ সেশন থেকে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখানকার শিক্ষার্থীদেরকে অন্যান্য স্বীকৃত বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।