মেডিকেল ও ডেন্টাল কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন
গাজীপুরের রাজেন্দ্রপুর BCDM এ মেডিকেল-ডেন্টাল কলেজ শিক্ষকদের নিয়ে TOT for Medical Teachers on “Teaching Methodology, Assessment and Research” প্রশিক্ষণ এবং সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠান
বাংলাদেশের চিকিৎসা সেবা উন্নয়নে ভবিষ্যৎ চিকিৎসক তৈরীর কারিগর হিসাবে মেডিকেল ও ডেন্টাল শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
৬ ফেব্রুয়ারি (সোমবার) গাজীপুরের রাজেন্দ্রপুর BCDM এ মেডিকেল-ডেন্টাল কলেজ শিক্ষকদের নিয়ে TOT for Medical Teachers on “Teaching Methodology, Assessment and Research” প্রশিক্ষণ এবং সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
প্রশিক্ষণে ১০৬টি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ হতে মনোনীত শিক্ষক এবং ৩৯টি সরকারী মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যক্ষ অংশ নেন।
মেডিকেল শিক্ষকদের জন্য টিচার্স ট্রেনিং ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইফুল হাসান বাদল।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের গুরুত্ব অনেক।
মেডিকেল শিক্ষায় গবেষনার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এম. মোস্তফা জামান। ভবিষ্যতেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে অংশগ্রহন কারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সভাপতি ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ টিটো মিয়া। ভবিষ্যতে এই ধরনের শিক্ষক প্রশিক্ষণের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডাঃ সৈয়দা শাহীনা সোবহান।
আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা), অধ্যাপক ডাঃ আবুল বাশার মোঃ জামাল, অধ্যাপক ডাঃ শাহেনা আক্তার, অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, অধ্যাপক ডাঃ নবকৃষ্ণ ঘোষ, পরিচালক (একাডেমিক) ডাঃ এমআর খান শিশু হাসপাতাল ও আইসিএইচ, অধ্যাপক ডাঃ তাহমিনা বেগম, কাউন্সিলর বিসিপিএস, অধ্যাপক ডাঃ খন্দকার মানজারে শামীম, প্রাক্তন ডীন, বিএসএমএমইউ এবং ধন্যবাদাšেত বক্তব্য প্রদান করেন ডাঃ মোঃ মোশাররফ হোসেন খন্দকার লাইন ডাইরেক্টর (এম ই এন্ড এইচ এম ডি), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ডাঃ মোঃ আমীর হোসাইন রাহাত, পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।