২০২২ সালে অগ্নিকাণ্ডে মারা গেছেন ৯৮ জন

ডক্টর টিভি রিপোর্ট
2023-02-06 14:04:45
২০২২ সালে অগ্নিকাণ্ডে মারা গেছেন ৯৮ জন

১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর নিহত হয়েছেন ৯৮ জন

২০২২ সালে দেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ৯৮ জন । এসব ঘটনায় আহত হয়েছেন আরো ৪০৭ জন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা সংক্রান্ত ২০২২ সালের বার্ষিক পরিসংখ্যানে এই তথ্য জানা যায়।

ফায়ার সার্ভিসের ওয়েবসাইটে প্রকাশ করা সবশেষ তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর নিহত হওয়া ৯৮ জনের মধ্যে সাধারণ জনগণ ৮৫ জন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী ১৩ জন।

বার্ষিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালে সারাদেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে ৩৪২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৩৮৯ টাকা। অগ্নিকাণ্ডে ৭২ জন পুরুষ ও ১৩ জন সাধারণ নারী নিহত হয়েছেন। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী নিহত হয়েছেন ১৩ জন।

২০২২ সালে সবচেয়ে বেশি ৩৮.৪৮ শতাংশ অগ্নিকাণ্ড ঘটেছে বৈদ্যুতিক গোলযোগের কারণে। এছাড়া বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে ১৬.০৮ শতাংশ এবং চুলা থেকে ১৩.৯৮ শতাংশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয় পরিসংখ্যানে।


আরও দেখুন: