‘ধোঁয়া মানব’ এর স্বাস্থ্য পরীক্ষা করে যা জানালেন মেডিকেল টিম

অনলাইন ডেস্ক
2023-02-01 20:39:52
‘ধোঁয়া মানব’ এর স্বাস্থ্য পরীক্ষা করে যা জানালেন মেডিকেল টিম

নাটোরের বাগাতিপাড়ার ‘ধোঁয়া মানব’ গোলাম রাব্বানী

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় নাটোরের বাগাতিপাড়ার ‘ধোঁয়া মানব’ গোলাম রাব্বানীর মধ্যে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার স্বাস্থ্য পরীক্ষা করে এ তথ্য জানান মেডিকেল টিমের সদস্যরা। তবে এ বিষয়ে আরও অধিকতর পরীক্ষা করতে চান তারা।  

উল্লেখ্য, কাঁচা সুপারিসহ পান খেলে গোলাম রাব্বানীর মাথা দিয়ে ধোঁয়া বের হওয়ার কারণ জানতে গত ২৯ জানুয়ারি তিন সদস্যের মেডিকেল টিম গঠন করেন নাটোরের সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন। 

স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিকেল টিমের প্রধান ও বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক বলেন, গোলাম রাব্বানীর রক্ত, ইউরিন, প্রেসার মাপাসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে তার কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।

তিনি আরও জানান, তারা গোলাম রাব্বানীর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে চান। তারা খুঁজে দেখবেন মেডিকেল সায়েন্সের কোনো কিছুর সঙ্গে এই ধোঁয়া বের হওয়ার বিষয়টি যুক্ত কি না। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছেন।

টিমের বাকি দুজন হলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. এএইচএম আনিসুজ্জামান পিয়াস এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানুর রহমান।


আরও দেখুন: