স্মার্ট বাংলাদেশে ধূমপান থাকতে পারে না

ডক্টর টিভি রিপোর্ট
2023-01-31 14:52:36
স্মার্ট বাংলাদেশে ধূমপান থাকতে পারে না

ধূমপানের বিরুদ্ধে সংসদে কথা বললে সময় বেশি দেওয়া হবে

সংসদ অধিবেশনে কোনো এমপি ধূমপানের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য দিতে চাইলে নির্ধারিত সময় বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর পরীবাগের বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয় আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইন ও সমসাময়িক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। স্মার্ট বাংলাদেশে ধূমপান থাকতে পারে না।

তিনি আরও বলেন, ধূমপানের বিরুদ্ধে সংসদে কথা বললে সময় বেশি দেওয়া হবে। কেউ বলতে চাইলে, দুই মিনিট সময় বাড়তি দেওয়া হবে। কেউ আরও তথ্য-উপাত্ত নিয়ে বলতে চাইলে, তাকে আরও এক-দুই মিনিট সময় বাড়িয়ে দেব।

উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বক্তব্য দেন।


আরও দেখুন: