চিকিৎসকদের প্রচারণামূলক মাইকিং নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
2023-01-31 10:08:15
চিকিৎসকদের প্রচারণামূলক মাইকিং নিষিদ্ধ

জয়পুরহাটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মাইকিং/প্রচারণা নিষিদ্ধ করেছেন সিভিল সার্জন ডা. মো: ওয়াজেদ আলী

জয়পুরহাটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মাইকিং/প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) এই আদেশ সম্বলিত বিজ্ঞপ্তি জারি করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো: ওয়াজেদ আলী। 

 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জয়পুরহাট জেলা শহরসহ যত্রতত্র বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহে প্র্যাকটিসরত বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মাইকিং/প্রচারণা চালানো হচ্ছে।

এ ধরনের প্রচারণা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইনের ৩.৪.১, ৩.৪.২, ৩.৪.৩, ৩.৪.৪, ৩.৪.৫, ৩.৪.৬, ৩.৪.৭ ও ৩.৪.৮ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎকদের প্রচারণা শুধুমাত্র সাইনবোর্ড, স্টেশনারী প্যাড, নিউজ পেপার, প্র্যাকটিস ওয়েব সাইট, সার্ভিসিং ইনফরমেশন নোটিশ ডক্টরস ডাইরেক্টরি, ম্যাগাজিন ও জার্নালসমূহে করা যাবে।  

বিজ্ঞপ্তি জারির পর থেকে জয়পুরহাট জেলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মাইকিং/প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। 


আরও দেখুন: