গাজীপুরে জায়েদা হাসপাতালে ভাংচুর

অনলাইন ডেস্ক
2023-01-30 16:17:07
গাজীপুরে জায়েদা হাসপাতালে ভাংচুর

ধারণা করা হচ্ছে, রাতে আবদ্ধ কক্ষে মশার কয়েল জ্বালানোয় নবজাতক মারা গেছে

গাজীপুরের শ্রীপুরে জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালে ভাংচুরের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১টার দিকে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় তার ক্ষুব্ধ স্বজনেরা ভাংচুর করে বলে অভিযোগ ক্লিনিক কর্তৃপক্ষের।

মৃত নবজাতকের বাবার নাম মো. রফিকুল ইসলাম। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামে। রফিকুল বর্তমানে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোলাপদীবাড়ি এলাকায় থাকেন।

২৮ জানুয়ারি রফিকুলের স্ত্রী সিমা ইসলামকে জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। ওইদিন বিকেল ৪টার দিকে সিজারের মাধ্যমে ছেলে জন্ম হয়। জন্মের পর নবজাতক অসুস্থ হয়ে পড়লে রাত ১১টার দিকে মারা যায়।

জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালের কর্মকর্তা ডা. শাকিলা শাহরিন বলেন, সফলভাবে সিজার হয়। মা ও শিশু দুজনেই সুস্থ ছিল। ধারণা করা হচ্ছে, রাতে আবদ্ধ কক্ষে মশার কয়েল জ্বালানোর কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন মশার কয়েল জ্বালাতে নিষেধ করলেও তারা মানেননি। এ ঘটনায় উত্তেজিত হয়ে নবজাতকের স্বজনরা হাসপাতালে ভাংচুর চালান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রনয় ভূষণ দাস জানান, ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু বিষয়ে খোঁজ নেওয়া হবে। সত্যিই এমনটি হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার এসআই শাহাদাত হোসেন জানান, ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু অভিযোগ স্বজনরা করার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ ভাংচুরের বিষয়টি জানিয়েছে। এটিও খতিয়ে দেখা হচ্ছে।


আরও দেখুন: