জেলা প্রশাসকদের যেসব নির্দেশনা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ডিসি সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
নিয়মিত বেসরকারি হাসপাতাল ভিজিট করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন জেলা প্রশাসকদের এ নির্দেশনা দেন তিনি। সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে নির্দেশনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক জানান, দেশজুড়ে বেসরকারি হাসপাতালে রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট না দেওয়া এবং অকারণে যেনো সিজার না হয়- তা মনিটর করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে। লাইসেন্স ছাড়া কোনও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক চলবে না। এ জন্য নিয়মিত বেসরকারি হাসপাতাল ভিজিট করতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ের হাসপাতালে স্বাস্থ্যসেবা ও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে ডিসিদের তদারকি আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফার্মেসিতে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলায় স্বাস্থ্য সেবা নিয়ে যেসব মিটিং হয় সেগুলো তদারকি করতে জেলা প্রশাসকদের বলা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান এখনও ততটা উন্নত হয়নি। তবে জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা মোটামুটি ঠিক আছে। প্রত্যেক উপজেলায় সরকারি হাসপাতালে এক্সরে, আল্ট্রাসনোগ্রাম মেশিন থাকলেও কোথাও কোথাও টেকনিশিয়ানের অভাবে সেগুলোতে সমস্যা হচ্ছে। আবার কোথাও মেশিনে ত্রুটি রয়েছে।
জাহিদ মালেক আরও বলেন, এখন অসংক্রামক রোগ বাড়ছে। এটি প্রতিরোধে ডিসিদের ভূমিকা রাখার নির্দেশ দেয়া হয়েছে। যেখানে সেখানে যেন ময়লা ফেলা না-হয় সে বিষয়ে নজর রাখার জন্যও বলা হয়েছে। একইসঙ্গে পানি, বায়ু এবং শব্দ দূষণ রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ডিসিদের অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, স্বাস্থ্যখাত নিয়মের মধ্যে আনার কাজ স্বাস্থ্য মন্ত্রণালয় একা করতে পারবে না। সবাই মিলে এটা কার্যকর করতে হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ের (পিএমও) শাপলা হলে ৩ দিনব্যাপী বার্ষিক জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।