অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বচসার মধ্যে নবজাতক চুরি
এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে চালক ও রোগীর স্বজনদের তর্কাতর্কির সুযোগে নবজাতক চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে হাসপাতালের জরুরি বিভাগের ফটকের সামনে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজং গ্রামের তোরাব আলী ও রানি বেগম দম্পতির ছেলেসন্তান চুরি হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক রবিউল হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য তোরাব আলী অ্যাম্বুলেন্স ভাড়া করছিলেন। বেশি ভাড়া চাওয়ায় চালকের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় তাদের পাশে দাঁড়িয়ে থাকা মাস্ক পরা এক নারীর কাছে নবজাতক রেখে হাতাহাতি থামাতে যান তার খালা। এ সুযোগে হুড়োহুড়ির মধ্যে ওই নারী নবজাতক নিয়ে চলে যান।
নবজাতকের মামা মোস্তফা জানান, দুপুরে সন্তান জন্ম দেওয়ার পর বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ তার বোনকে ছাড়পত্র দেয়। গাড়িভাড়া নিয়ে চালকের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে চালক চাবি দিয়ে তার মাথায় আঘাত করেন। এর নিয়ে উত্তেজনার ভিড়ের মধ্যে হারিয়ে যায় নবজাতক।
সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিটি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে। নবজাতক উদ্ধারের চেষ্টা চলছে।