ভুয়া এমবিবিএস চিকিৎসক মনিরের তিন মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
2023-01-23 11:32:08
ভুয়া এমবিবিএস চিকিৎসক মনিরের তিন মাসের কারাদণ্ড

মিথ্যা এমবিবিএস চিকিৎসক পরিচয়ে প্রতারণামূলকভাবে চিকিৎসা দেয়ার অভিযোগে রংপুরের মিঠাপুকুর থেকে মাহফুজুর রহমান মনির নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মিথ্যা এমবিবিএস চিকিৎসক পরিচয়ে প্রতারণামূলকভাবে চিকিৎসা দেয়ার অভিযোগে রংপুরের মিঠাপুকুর থেকে মাহফুজুর রহমান মনির নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। সূত্র : বাংলা নিউজ২৪.কম। 

রোববার (২২ জানুয়ারি) বিকেলে এ রায় দেন মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। 

আদালতের তথ্যমতে, দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক মাহফুজুর রহমান মনিরের বাড়ি গাইবান্ধা জেলায়। অনেকদিন ধরে সে রংপুর শহরের চকবাজারসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ-পদবী ব্যবহার করে ভুয়া পরিচয় দিয়ে রোগী দেখে আসছে। 

ভ্রাম্যমাণ আদালত আরও জানায়, সর্বশেষ মিঠাপুকুরের বলদিপুকুর বাজারের বলদিপুকুর যুব সমবায় সমিতি মার্কেটে চেম্বার খুলে ফি নিয়ে রোগী দেখছিলো প্রতারক মনির। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রয়োজনীয় কাগজ, সনদপত্র এবং ড্রাগ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন চিকিৎসক দাবিদার মাহফুজুর রহমান মনির। পরে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, চিকিৎসক পরিচয় দেওয়া মাহফুজুর রহমান মনির গরিব আর দুস্থ মানুষদের সেবার নামে কার্ডের মাধ্যমে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। কখনো কখনো এলাকা পরিবর্তন করে দেশের বিভিন্ন জায়গায় গড়তেন নিত্যনতুন প্রতারণার ফাঁদ। এজন্য তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


আরও দেখুন: