চমেক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধ
কাঁচামাল স্বল্পতায় সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেবা
কাঁচামাল স্বল্পতায় সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেবা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরের পর থেকে নোটিশ টাঙিয়ে কার্যক্রম বন্ধ রেখেছে ডায়ালাইসিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্যান্ডর।
সূত্র : বাংলা নিউজ২৪.কম।
নোটিশে বলা হয়েছে, গত নভেম্বর ২০২২ থেকে অনেকগুলো প্রতিষ্ঠান আংশিক বা পূর্ণাঙ্গ কাঁচামাল সরবরাহ বন্ধ রেখেছে। এরপর থেকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ করে নগদ মালামাল ক্রয় করে ডায়ালাইসিস সেবা চালু রাখা হয়। বর্তমানে হাতে যথেষ্ট পরিমাণ নগদ অর্থ না থাকায় মালামাল ক্রয় সম্ভব হচ্ছে না।
এমতাবস্থায় ডায়ালাইসিসের প্রয়োজনীয় কাঁচামাল স্বল্পতায় আগামি দু-একদিনের মধ্যে সেবা বিঘ্নিত হতে পারে। যেহেতু ডায়ালাইসিস সেবা অত্যন্ত স্পর্শকাতর জরুরি সেবা, সেহেতু সংশ্লিষ্ট সকল রোগীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অগ্রিম অনুরোধ করা হলো’।
বিগত বছরগুলোতে স্যান্ডরের সেবার বিপরীতে ৩১ কোটি টাকা বকেয়া রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এর আগে গত বছরের ৪ জানুয়ারি এভাবে নোটিশ টাঙিয়ে সেবা বন্ধ করে দেয় স্যান্ডর। এক বছর পর আবারও একই পদ্ধতিতে নোটিশ ঝুলছে সেখানে।
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে কিডনি ডায়ালাইসিস সেবার ফি বৃদ্ধি নিয়ে আন্দোলন করে আসছিল রোগী ও তাদের স্বজনরা।