ডক্টর টিভি অনলাইনে প্রকাশিত খবর প্রসঙ্গে বিইউএইচএস কর্তৃপক্ষের বক্তব্য
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস
অনলাইন সংবাদ মাধ্যম ডক্টর টিভি (Doctor TV) অনলাইন ডেস্কে প্রকাশিত/প্রচারিত সংবাদ প্রসংগে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারের পাঠানো ব্যাখ্যাটি হুবহু তুলে ধরা হলো :
গত ১২ জানুয়ারি, ২০২৩ ইং Doctor TV (www.doctortv.net) এর অনলাইন ডেস্কে প্রকাশিত/প্রচারিত “কোন অনুমতি ছাড়াই কোর্স চালু”- শীর্ষক খবরটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস) কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ক সকল বিএস/বিএসসি/বিপিএইচ (অনার্স) এবং এমএস/এমপিএইচ প্রোগ্রাম ইউজিসি কর্তৃক যথাযথভাবে অনুমোদিত। অত্র বিশ্ববিদ্যালয় প্রদত্ত ডিগ্রীর জন্য বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর অনুমোদনের আবেদন করা হলে, জানানো হয় যে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীকে আপাতত স্বীকৃতি দেওয়ার সুযোগ নেই।
যথাযথ কারণে অত্র বিশ্ববিদ্যালয় কোন ক্লিনিক্যাল ডিগ্রী প্রদান করছেনা।
বিশ্ববিদ্যালয়ে ইউজিসি কর্তৃক স্বীকৃত পাবলিক হেলথ (Faculty of Public Health) অনুষদের অধীন নন কমিউনিকেবল ডিজিজেস (Noncommunicable Diseases) বিভাগের মাধ্যমে থাইরয়েড (Thyroid)- এর ব্যাপকতা এবং এ বিষয়ে জনস্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন করে বিএমডিসি কর্তৃক রেজিষ্টার্ড ডাক্তারদের থাইরয়েড বিষয়ে আপডেটেড নলেজ প্রদানের লক্ষ্যে এবং জনস্বাস্থ্যে তারা যাতে অবদান রাখতে পারেন সেজন্য Short Course on Thyroid Disease (SCTD) ট্রেনিং প্রোগ্রাম চালু করার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সংগে আলোচনার পর্যায়ে রয়েছে। এটি কোন ডিগ্রী নয়।
অধিকন্তু বিশ্ববিদ্যালয়ে এই সার্টিফিকেট কোর্সটি এখনও শুরু করা হয়নি। Continual Medical Education (CME)-এর অংশ হিসেবে মোট ৪৫ ঘন্টার লেকচার ও Interacting class এর মাধ্যমে কোর্সটি পরিচালনা করা হবে। সরকার ও ইউজিসি কর্তৃক তিন মাস বা তার কম মেয়াদী সার্টিফিকেট কোর্স করার অনুমতি রয়েছে (সংযুক্তি-১)।
এই কোর্স পরিচালনার ক্ষেত্রে ইউজিসি’র নিয়মের কোন বরখেলাপ করা হয়নি। এ ব্যাপারে বিএমডিসি কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করা হয়েছে (কপি সংযুক্ত)।
কোর্স চালু হলে অংশগ্রহনকারী ডাক্তারগণকে কোর্স সম্পন্ন করার প্রত্যায়নপত্র প্রদান করা হবে। যা কোন ডিগ্রী/ডিপ্লোমা সনদ নয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই এ ধরনের কোর্স চলছে।
উল্লেখ্য, প্রাথমিকভাবে প্রচারের যে খসড়া তৈরী হয়েছিল সেটি প্রত্যাহার করা হয়েছে। নতুন লিফলেটের খসড়া (সংযুক্তি-২) বিশেষজ্ঞ কমিটিতে উপস্থাপন করা হবে এবং অনুমোদিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।