ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক ডা. স্বপ্নীল
ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যাওয়ার্ড লাভ করলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল
ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যাওয়ার্ড লাভ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হেপাটোলজি বিভাগের প্রধান ও সাবেক বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে ডক্টর টিভি অনলাইনকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডা. স্বপ্নীল।
আজ সকালে আইএনআরসি অ্যাওয়ার্ড বিজয়ী হিসেবে নাম জানিয়ে ভারতীয় রিসার্চ প্রতিষ্ঠানটি মেইল করেছে বলে জানান তিনি।
৩৫০টি কনফারেন্সে অংশগ্রহণ, ২৯০টি রিসার্চ পেপার প্রকাশ ও ৫টি বইসহ বিভিন্ন চ্যাপ্টার প্রকাশ করায় তাঁকে এই পদক দেয়া হচ্ছে। পরবর্তীতে দিন নির্ধারণ করে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেয়া হবে বলে জানান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
উল্লেখ্য, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ১৯৯৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) থেকে এমবিবিএস পাস করেন। এরপর ১৯৯৮ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে গ্যাস্ট্রোএন্টারোলজিতে এমএসসি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ২০০৬ সালে বিএসএমএমইউ থেকে হেপাটোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও ইন্ডিয়ান কলেজ অব ফিজিসিয়ানস, রয়েল কলেজ অব ফিজিশিয়ানস অব আয়ারল্যান্ড ও রয়েল কলেজ অব ফিজিশিয়ানস অব লন্ডনের ফেলো। পাশাপাশি জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেটাবলজি বিভাগের ভিজিটিং অধ্যাপক ও ভারতের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সেস, ঋষিকেশের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বোর্ড অব স্টাডিজের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।