রাষ্ট্রপতির কাছে বিএসএমএমইউ’র ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর

অনলাইন ডেস্ক
2023-01-16 11:38:35
রাষ্ট্রপতির কাছে বিএসএমএমইউ’র ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আচার্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেছেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আচার্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেছেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। আজ সোমবার (১৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ সৌজন্য সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য গবেষণার অগ্রগতি তুলে ধরেন উপাচার্য। এসব জেনে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

এসময় উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের মেয়াদ দেশের অ্যন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমান করার দাবি জানান। 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্থানাভাবের বিষয়টি তুলে ধরেন উপাচার্য। তিনি বলেন, বিএসএমএমইউ’র শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীদের জন্য নিজস্ব কোন বাসস্থান নেই। বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসস্থান অতি প্রয়োজন।


আরও দেখুন: