চমেক হাসপাতালে রোগী-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক
2023-01-11 12:34:13
চমেক হাসপাতালে রোগী-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বেসরকারি ব্যবস্থাপনায় কিডনি রোগীদের ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনকারী রোগী ও স্বজনদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে আটক মোস্তাকিমের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৬০ জনকে। মঙ্গলবার (১০ জানুয়ারি)  দিবাগত রাতে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।  তিনি বলেন, মামলার এজাহারে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে বিক্ষোভ শুরু করে রোগীরা। একপর্যায়ে তারা চমেকের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদেরকে সড়ক থেকে সরে গিয়ে আন্দোলন করতে বলেন। তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে পুলিশ রোগীদের ওপর চড়াও হয় ও সামনে থাকা কয়েকজনকে মারধর করে। এতে কয়েকজন রোগী আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আন্দোলনরত রোগী ও স্বজনদের অভিযোগ, কোন কারণ ছাড়াই ডায়ালাইসিসের ফি বাড়ানো হয়েছে। প্রতিমাসে একজন রোগীকে ৮ বার কিডনি ডায়ালাইসিস করতে হয়। এরমধ্যে প্রথম দুইবার ২৭৯৫ টাকা করে পরিশোধ করলেও বাকি ৬ বারই ৫১০ টাকা করে পরিশোধ করতে হতো। কিন্তু নতুন বছরের শুরুতে এসে দু’বারের পরিবর্তে তা চারবার করা হয়। তাও আবার ফি বাড়িয়ে ২৯৩৫ টাকা করা হয়েছে। আর বাকি চারবার ৫১০ টাকার স্থলে ৫৩৫ টাকা করা হয়েছে। 

তবে অন্যায়ভাবে ফি বাড়ানো হয়নি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিবছরই একটি নির্দিষ্ট হারে ডায়ালাইসিস সেবার ফি বাড়ানোর নিয়ম রয়েছে বলে জানান তারা।  

এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শামীম আহসান গণমাধ্যমকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাড়ে ৬ হাজার রোগী ডায়ালাইসিস সুবিধা পাবেন। সরকারি নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে, উদ্ভুত বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। শীঘ্রই এ বিষয়ে সমাধান পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। 


আরও দেখুন: