৪ মেডিকেলের পরিচালক পদে নতুন মুখ
জনপ্রশাসন মন্ত্রণালয়
দেশের ৪টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পরিচালক পদে পরিবর্তন করা হয়েছে। আগের পরিচালকদেরকে প্রত্যাহার করে তাঁদের চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হয়েছে। গত ১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুর্মিটলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীরকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর বদলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম কিবরিয়াকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে পদাপন করা হয়েছে।
এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌসকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহাম্মদ মহসিনকে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তার বদলে ব্রিগেডিয়ার জেনারেল মো. জুলফিক্কার আলমকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তার বদলে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদকে রামেক হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।