চমেকে ডায়ালাইসিস ফি বাড়ায় বিক্ষোভ
রোগী ও স্বজনরা শনিবার থেকে আগের ফি ও ভর্তুকি সেশন আগের মতোই বহাল রাখার দাবি জানিয়ে আসছিলেন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসি ফি বাড়ানোয় বিক্ষোভ করেছেন রোগী ও তাদের স্বজনরা। রবিবার (৮ জানুয়ারি) হাসপাতালের নিচতলায় ডায়ালাইসি সেবা প্রতিষ্ঠান স্যানডোরের সামনে বিক্ষোভ করেছে।
জানা গেছে, স্যানডোর এত দিন দুটি মূল্যে ডায়ালাইসিস সেবা দিত। এর মধ্যে ভর্তুকির যে সেবা দিত, তার মূল্য ছিল ৫১০ টাকা। তা বেড়ে এখন ৫৩৫ টাকা হয়েছে। এ ছাড়া ভর্তুকি বাদে ২ হাজার ৭৮৫ টাকায় যে ডায়ালাইসিস সেশন চালাত, তা বেড়ে করা হয়েছে ২ হাজার ৯৩৫ টাকা।
আবার এত দিন যারা মাসে আটটি সেশন ভর্তুকি মূল্যে ডায়ালাইসিস করাতে পারতেন, তাদের এখন থেকে অর্ধেক পুরো ফিতে করতে হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিয়েছে। এতে বিপাকে পড়েছেন রোগীরা।
রোগী ও স্বজনরা শনিবার থেকে আগের ফি ও ভর্তুকি সেশন আগের মতোই বহাল রাখার দাবি জানিয়ে আসছিলেন। রবিবার তা বিক্ষোভে রূপ নেয়। রোগী ও স্বজনরা বলছেন, হঠাৎ ভর্তুকি কমিয়ে দিলে তা অবিচার করা হবে।
স্যানডোরের ব্যবস্থাপক (প্রশাসন) মনজুর রহমান বলেন, ‘এত দিন চট্টগ্রামে বছরে সাড়ে ছয় হাজার রোগীকে ভর্তুকির সেবা দেওয়া হতো। এ টাকা স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের পরিশোধ করে থাকে। কিন্তু কয়েক বছর ধরে রোগী বেড়ে দ্বিগুণ হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ হয়তো এ চাপ কমানোর জন্য অর্ধেক ভর্তুকির অর্ধেক পুরো ফিতে করতে হবে বলে সিদ্ধান্ত দিয়ে থাকতে পারে। এটা আমাদের কোনো বিষয় নয়। আমরা সেবা দিয়ে যাচ্ছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী, সাড়ে ছয় হাজার জনের ভর্তুকিতে ডায়ালাইসিস করানোর কথা রয়েছে। সবক’টি সেশন ভর্তুকি না দিয়ে অর্ধেক ভর্তুকির সেবা নিতে বলায় রোগীরা অসন্তুষ্ট হয়েছেন। ভর্তুকি আরও বাড়ানো যায় কি না, তা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। সিদ্ধান্ত কী আসে দেখি।’
খোঁজ নিয়ে জানা যায়, পাবলিক–প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বৃহত্তর চট্টগ্রামের কিডনি রোগীদের জন্য ২০১৭ সালের ৫ মার্চ ৩১টি মেশিন নিয়ে চমেক হাসপাতালের নিচতলায় কিডনি ডায়ালাইসিস সেন্টারটি চালু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী বহুজাতিক কোম্পানি স্যানডোর এ সেন্টারে তাদের কার্যক্রম ১০ বছর চালিয়ে যাবে।