রংপুর মেডিকেলে এক সপ্তাহে ১৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
2023-01-05 15:52:31
রংপুর মেডিকেলে এক সপ্তাহে ১৫ শিশুর মৃত্যু

বর্তমানে শয্যার কয়েকগুণ চিকিৎসাধীন

শীত জেঁকে বসতেই বেড়েছে ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দিসহ শীতজনিত রোগে আক্রান্তদের চাপ বাড়ছে হাসপাতালে। গত এক সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১৫ শিশুর মৃত্যু হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা যায়, শয্যায় সুযোগ না পেয়ে অনেকে মেঝেতে বিছানা পেতে শিশুকে রেখেছেন। । অসুস্থ শিশুদের বেশিরভাগের বয়স এক মাস থেকে তিন বছরের মধ্যে। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। গত এক সপ্তাহে ১৫ শিশুর মৃত্যু হয়েছে।

তবে শিশু বিভাগের রেজিস্ট্রার ডা. তানভীর চৌধুরী বলেন, ‘শুধু শীতজনিত রোগে এসব শিশুর মৃত্যু হয়নি। ওজনে কম থাকা নবজাতক ও অপরিপক্ব শিশুদের স্বাভাবিক মৃত্যু হয়েছে।’

শিশু ওয়ার্ডের চিকিৎসক ও নার্সরা জানান, দুটি শিশু ওয়ার্ডে গত দুই সপ্তাহ ধরে শিশু রোগী বাড়ছে। বর্তমানে শয্যার কয়েকগুণ চিকিৎসাধীন। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় নবজাতকদের শ্বাসকষ্ট, নিউমোনিয়া দেখা দেয়।

শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান সুজাউদ্দৌলা জানান, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুরা বেশি অসুস্থ হচ্ছে। এ সময় অভিভাবকদের সতর্ক থাকতে হবে। সর্দি-কাশি দেখা দিলেই চিকিৎসকের কাছে নিতে হবে। কোনোভাবেই ঠান্ডা লাগতে দেওয়া যাবে না।


আরও দেখুন: