বিএমডিসির সামনে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা
সিজিপিএ (গ্রেডিং পয়েন্ট পদ্ধতি) বাতিল ও ক্যারি অন প্রথা বহালের দাবিতে বিক্ষোভ করেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বিজয় নগরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কার্যালয়ের সামনে বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় দাবির পক্ষে স্লোগান দেন তারা।
আন্দোলনকারীরা জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে মেডিকেল শিক্ষা পদ্ধতি নতুন কারিকুলামে যুক্ত করা হয়েছে। এতে সিজিপিএ পদ্ধতি চালু এবং ক্যারি অন পদ্ধতি বাতিল করা হয়েছে। সিজিপিএ চিকিৎসকদের মধ্যে শ্রেণি বৈষম্য সৃষ্টি হবে।
অন্যদিকে ক্যারি অন পদ্ধতি চালু থাকলে পেশাগত পরীক্ষায় অকৃতকার্য হলেও নিজের ব্যাচের সঙ্গে শ্রেণি কার্যক্রম চালিয়ে যাওয়া যায়।
এর আগে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে একই দাবিতে বিক্ষোভ করে আসছেন।