৬১ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সদর দপ্তর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় ৬১ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় এ বছরও সদর দপ্তর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় ৬১ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় প্রায় ৫শ’ অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
রোববার (২৫ ডিসেম্বর) গাজীপুরের আজমতপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সূত্র : আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, মেডিকেল ক্যাম্পেইনে সম্মিলিত সামরিক হাসপাতালের মেডিসিন, চক্ষু এবং দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেন। মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদেরও বিশেষভাবে চিকিৎসাসেবা দেওয়া হয়।
ক্যাম্পেইনটির উদ্বোধন করেন ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় জানান তিনি। এসময় সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।