বিএসএমএমইউ'র শিশু বিভাগে আন্তর্জাতিকমানের সেবা দেয়া হয় : উপাচার্য

অনলাইন ডেস্ক
2022-12-22 15:59:18
বিএসএমএমইউ'র শিশু বিভাগে আন্তর্জাতিকমানের সেবা দেয়া হয় :  উপাচার্য

বিএসএমএমইউ'র সি ব্লকে শিশু বিভাগের ‘ইয়ার বুক-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু বিভাগের চিকিৎসকরা আন্তর্জাতিকমানের সেবা দিয়ে থাকেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকে আয়োজিত শিশু বিভাগের ‘ইয়ার বুক-২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, দেশের স্বাস্থ্যসেবায় বিএসএমএমইউয়ের শিশু বিভাগ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আন্তর্জাতিক অঙ্গনে শিশু বিভাগের সেবা ও গবেষণার সুনাম আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি। 

অধ্যাপক ডা. শারফুদ্দিন বলেন, গবেষণা শুধু প্রমোশনের জন্য করলে চলবে না। বিশ্ববিদ্যালয় ও দেশের মানুষের কথা চিন্তা করে প্রত্যেক ফ্যাকাল্টিকে প্রতিবছর অন্তত একটি গবেষণাপত্র জমা দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু অনুষদের ডিন ও শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুরাইয়া বেগম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ অনেকে।


আরও দেখুন: