খুলনা ডেন্টালের নতুন অধ্যক্ষ ডা. অনুপম পোদ্দার
ডা. অনুপম পোদ্দার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), খুলনা ডেন্টাল কলেজ
খুলনা ডেন্টাল কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেলেন ডা. অনুপম পোদ্দার। এরআগে তিনি ঢাকা ডেন্টাল কলেজের পেরিওডেন্টোলজি এন্ড ওরাল প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (২১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ অধিশাখার যুগ্ম-সচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, ডা. অনুপম পোদ্দার বিডিএস পাস করেন ১৯৯৬ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে (ডি-২৭)। ২০০১ সালে বিসিএস উত্তীর্ণ হয়ে সহকারি ডেন্টাল সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এমএস (প্রস্থডন্টিকস) ডিগ্রি অর্জন করেন ২০০৮ সালে।
২০০৯ সালে ঢাকা ডেন্টাল কলেজে লেকচারার হিসেবে যোগদান করেন।
২০১৩ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
২০১৭ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। খুলনা ডেন্টালে যোগদানের আগ পর্যন্ত তিনি ঢাকা ডেন্টাল কলেজের পেরিওডেন্টোলজি এন্ড ওরাল প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী, বদলীর আদেশ পাওয়ার পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৮ম কর্মদিবস থেকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবেন।