সাপে কাটা ও কুকুরে কামড়ানো রোগীর চিকিৎসা সহজ করার সুপারিশ

অনলাইন ডেস্ক
2022-12-21 17:56:44
সাপে কাটা ও কুকুরে কামড়ানো রোগীর চিকিৎসা সহজ করার সুপারিশ

সাপে কাটা ও কুকুরে কামড়ানো রোগীর চিকিৎসাপ্রাপ্তি আরও সহজ করার সুপারিশ করেছে জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সাপে কাটা ও কুকুরে কামড়ানো রোগীর চিকিৎসাপ্রাপ্তি আরও সহজ করার সুপারিশ করেছে জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত বৈঠক থেকে দাবি করা হয়, সাপে কাটা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা কমিউনিটি ক্লিনিকে এবং কুকুরে কামড়ানো রোগীদের ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিশ্চিত করতে হবে। 

সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য লুৎফুন নেসা খান, শাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা প্রধান, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আরও দেখুন: