সেরা করদাতার তালিকায় সাত চিকিৎসক

ডক্টর টিভি রিপোর্ট
2022-12-21 16:08:20
সেরা করদাতার তালিকায় সাত চিকিৎসক

সেরা করদাতা

‘চিকিৎসক’শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন পাঁচ চিকিৎসক। সেই সাথে গেজটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী শ্রেণীতে আরো দুজন চিকিৎসক সেরা করদাতা হিসেবে মনোনিত হয়েছেন। ২০২১-২২ অর্থবছরের (২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত) দেওয়া করের ভিত্তিতে তদের এ বছরের সেরা করদাতা নির্বাচিত করেছে এনবিআর।

ডাক্তার ক্যাটাগরিতে প্রথমেই আছেন ডা. জাহাঙ্গীর কবির। এরপর আছে অধ্যাপক ডা. একেএম ফজলুল হক, ডা. প্রাণ গোপাল দত্ত, ডা. এন এ এম মোমেনুজ্জামান ও নার্গিস ফাতেমার নাম। গেজটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শ্রেণিতে আছেন ডা. মোঃ আমজাদ হোসেন  ও প্রতিবন্ধী  শ্রেণিতে ডা. মো. মামুনুর রশীদ।

২০১৬ সাল থেকে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে এনবিআর। সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারও ১৪১টি ট্যাক্স কার্ড দেবে এনবিআর। এর মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকিগুলো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, জ্বালানি, পাটশিল্প, স্পিনিং ও টেক্সটাইল, ওষুধ ও রসায়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আবাসন, তৈরি পোশাক, চামড়াশিল্প ও অন্যান্য খাত।


আরও দেখুন: