বাংলা একাডেমি ফেলোশিপ পাচ্ছেন দুই চিকিৎসক

ডক্টর টিভি রিপোর্ট
2022-12-21 15:16:25
বাংলা একাডেমি ফেলোশিপ পাচ্ছেন দুই চিকিৎসক

অধ্যাপক ডা. জাকির হোসেন ও ডা. সেলিনা হায়াৎ আইভী

জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে অধ্যাপক ডা. জাকির হোসেন, ভাস্কর্য হামিদুজ্জামান খানসহ সাতজন বিশিষ্ট নাগরিককে ‘সম্মানসূচক ফেলোশি ‘ দিচ্ছে বাংলা একাডেমি।

এছাড়া শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজ্ঞানে পাখি বিশারদ ও প্রাণী বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, আলোকচিত্রে নাসির আলী মামুন, সংস্কৃতিতে জয়ন্ত চট্টোপাধ্যায় এবং সমাজসেবায় নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবারের ‘সাম্মানিক ফেলোশিপ ২০২২’ পাচ্ছেন।

বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ বুধবার (২১ ডিসেম্বর) জানিয়েছে, আগামী ২৩ ডিসেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এই ফেলোশিপ দেওয়া হবে।

অধ্যাপক ডা. জাকির হোসেন বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে আছেন। এ ছাড়া তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার।

ডা. সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র। ২০১১ সাল থেকে তিনি এ দায়িত্বে আছেন।


আরও দেখুন: