বিজয় দিবস উপলক্ষে ঢাকা ডেন্টাল কলেজে আর্ট কম্পিটিশন

অনলাইন ডেস্ক
2022-12-21 11:52:55
বিজয় দিবস উপলক্ষে ঢাকা ডেন্টাল কলেজে আর্ট কম্পিটিশন

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা ডেন্টাল কলেজে আর্ট কম্পিটিশনে অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুলসহ অন্য শিক্ষকেরা

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা ডেন্টাল কলেজে আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন উচ্ছ্বাসের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ডি-৫৬, ৫৭, ৫৮ ও ৫৯ ব্যাচের শিক্ষার্থীরা। এতে বিদেশী শিক্ষার্থীও অংশ নেন।

মঙ্গলবার সাংস্কৃতিক সংগঠন উচ্ছ্বাসের ঢাকা ডেন্টাল কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. রিপন আলীর পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতার বিচার কার্যের দিন উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল। এ ধরনের সৃষ্টিশীল কাজের প্রশংসা করেন এবং উচ্ছ্বাস পরিবারকে তিনি ধন্যবাদ জানান।

প্রতিযোগিতায় আঁকা বিভিন্ন চিত্রে দেশপ্রেম ও দেশের প্রতি ভালবাসা ফুটে ওঠে।

প্রতিযোগিতার বিচার কার্যকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। 
১. সম্মানিত শিক্ষকবৃন্দ (৭ জন বিচারক),
২. উচ্ছ্বাস, পরিবার ( সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক)
৩. অনলাইন- রিয়েক্ট (সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে)

শিক্ষকদের মধ্যে প্রধান বিচারকের দায়িত্বে রয়েছেন প্যাথোলজি এন্ড মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহীন আরা বেগম। 

খুব শীঘ্রই প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে। সেইসাথে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের তারিখ খুবই শীর্ঘই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 


আরও দেখুন: