মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৪ ফার্মেসিকে জরিমানা

অনলাইন ডেস্ক
2022-12-20 21:50:15
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৪ ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে বগুড়ায় ৪ ফার্মেসিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে বগুড়ায় ৪ ফার্মেসিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।   

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে রয়েল ফার্মেসিকে ৪ হাজার টাকা, ফরিদ ফার্মেসি, মা ফার্মেসি ও ফাবিয়া ফার্মেসিকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে এমন সংবাদ পেয়ে মোহাম্মদ আলী হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়। চার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। আর এজন্য তাদের অর্থদণ্ড করা হয়েছে এবং সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 


আরও দেখুন: