ডক্টর টিভির নতুন অনুষ্ঠান ‘সুস্থ দাঁতে মুক্ত হাসি’

অনলাইন ডেস্ক
2022-12-17 15:42:23
ডক্টর টিভির নতুন অনুষ্ঠান ‘সুস্থ দাঁতে মুক্ত হাসি’

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির উদ্যোগে ডক্টর টিভির নতুন অনুষ্ঠান ‘সুস্থ দাঁতে মুক্ত হাসি’

দাঁতের চিকিৎসার নানানরকম সমস্যা ও তার সমাধান নিয়ে ডক্টর টিভির নতুন অনুষ্ঠান ‘সুস্থ দাঁতে মুক্ত হাসি’। আজ শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ৩টা থেকে  উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল। 


বিজয়ের ৫১ বছরে নানান অর্জন ও অগ্রগতি এসেছে বাংলাদেশের ডেন্টাল জগতে। প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষ চিকিৎসক তৈরী ও ইউনিট সংখ্যা বৃদ্ধিসহ হয়েছে আরো অনেক উন্নতি। এসব নিয়ে ডক্টর টিভির সাথে আলাপচারিতা করছেন তিনি। 


ডক্টর টিভি আয়োজিত ‘সুস্থ দাঁতে মুক্ত হাসি’ অনুষ্ঠান সম্পর্কে অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল বলেন, বিডিএস নয় তো ডেন্টিস্ট নয়- এই শ্লোগানকে মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব অনেক। দাঁতের চিকিৎসার জন্য ভুয়া চিকিৎসক ও কোয়াকদের কাছে না যেতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির উদ্যোগে ডক্টর টিভির নিয়মিত এই আয়োজনে বিশেষজ্ঞ অতিথি হিসেবে পরামর্শমূলক কথা বলবেন দেশের ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। 


আরও দেখুন: