এস.এইচ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

অনলাইন ডেস্ক
2022-12-17 14:00:42
এস.এইচ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

মহান বিজয় দিবস উপলক্ষে এস.এইচ ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট  নিউরোসার্জন ডা. সাইফুল হকের গ্রামের বাড়ীতে আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্পের কয়েকটি দৃশ্য

মহান বিজয় দিবস উপলক্ষে এস.এইচ ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট  নিউরোসার্জন ডা. সাইফুল হকের গ্রামের বাড়ীতে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত  হয়েছে। বিনামূল্যে খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়েছেন হাজারো রোগী।

সংশ্লিষ্টরা জানান, শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের কনসালটেন্ট নিউরোসার্জন ডাঃ সাইফুল হকের বাবার স্মরণে প্রতিষ্ঠিত এস.এইচ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়। কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া গ্রামে আয়োজিত ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

চিকিৎসা সেবা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের কনসালটেন্ট নিউরোসার্জন  ডা. সাইফুল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. কমর উদ্দিন, কুমিল্লা জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. অমৃত কুমার দেবনাথ, কুমিল্লা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মাসুক মাহমুদ, অর্থোপেডিক্স সার্জন ডা. আফতাব উদ্দিন আহমেদ, গাইনী বিশেষজ্ঞ ডা. জুলি, শিশু চিকিৎসক ডা. সাজ্জাদ হায়দার, ডা. হাশেম আবদুল্লাহ, ডা. আবদুল্লাহ আল মামুন, ডা. ইফফাত জাহান মারিয়া সহ প্রতিথযশা চিকিৎসক। 

ক্যাম্পের মাধ্যমে প্রায় দুই হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে ১ হাজারের বেশী মানুষের। এই মহতী আয়োজনের জন্য নিউরো সার্জন ডা. সাইফুল হকের ভূয়সী প্রশংসা করেন এলাকার সর্বস্তরের মানুষ।


আরও দেখুন: