ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক সেল কাউন্টার মেশিন স্থাপন
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, শরীয়তপুর
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি অত্যাধুনিক সেল কাউন্টার মেশিন স্থাপন করা হয়েছে। এরমাধ্যমে প্যাথলজি পরীক্ষা নিরীক্ষায় আরো একধাপ এগিয়ে গেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। ডক্টর টিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান ইবনে আমিন।
তিনি আরও জানান, এছাড়াও কমপ্লেক্সের জরুরী বিভাগে সরকার নির্ধারিত ফি প্রদান পূর্বক ২৪ ঘন্টা ইসিজি সার্ভিস শুরু হয়েছে। চালু আছে বহিঃবিভাগের সকল রোগীর জন্য ইসিজি, আল্ট্রাসনোগ্রাম সহ ২৯ রকমের প্যাথলজি পরীক্ষা।
ডা. হাসান ইবনে আমিন জানান, অন্তঃবিভাগে ভর্তিকৃত রোগীদের জন্য সরকার নির্ধারিক ফি তে ২৪/৭ প্যাথলজি সেবা চালু করা হয়েছে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ভর্তিকৃত ডেলিভারি বা প্রসূতি মা'দের জন্য সরকার নির্ধারিত ফি তে ২৪/৭ সকল পরীক্ষা নীরিক্ষার ব্যবস্থা রয়েছে।
রয়েছে সম্পূর্ণ বিনা মূল্যে শীতাতপ নিয়ন্ত্রীত আধুনিক ডেলিভারি রুমে নরমাল ডেলিভারি করার সুব্যবস্থা। প্রতিষ্ঠার দীর্ঘ ৪০ বছর পর চালু করা হয়েছে অপারেশন থিয়েটার।
সার্বিক তত্ত্বাবধানে আছেন ফোকাল পার্সন (প্যাথলজি ও রেডিওলজি) তাজরিন ফারহানা এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইমুন আলম আরমান।