ক্যান্সার নিয়ন্ত্রণে ডা. রাসকিনের পথচলার ৩ দশক উদযাপন আজ

অনলাইন ডেস্ক
2022-12-13 15:16:14
ক্যান্সার নিয়ন্ত্রণে ডা. রাসকিনের পথচলার ৩ দশক উদযাপন আজ

ক্যান্সার নিয়ন্ত্রণে অধ্যাপক ডা. মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের পথচলার ৩ দশক

ক্যান্সার নিয়ন্ত্রণে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের পথচলার ৩ দশক উদযাপন হতে যাচ্ছে। এ উপলক্ষে তার সহকর্মী, সহযাত্রী, শুভাকাঙ্খী ও বন্ধু মিলে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছেন। 

এতে উপস্থিত থাকবেন বারডেমের সাবেক পরিচালক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, জন হপকিন্স ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আখতার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল, এনআইসিআরএইচ এর প্রাক্তন সহযোগী অধ্যাপক প্রখ্যাত সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. মোঃ হাসানুজ্জামান, রাজশাহী ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন,  এনআইসিআরএইচ এর ক্যান্সার ইপিওমিডলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ জহিরুল ইসলাম, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির সভাপতি হুমায়ুন কবীর সহ অনেকে। ডা. রাসকিনের অতীত কার্যক্রম মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মসূচী প্রণয়ণে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তারা।    


অনুষ্ঠান সূচীঃ 
প্রথম পর্ব- উদযাপন ও আলোচনা ৩.০০-৫.০০ টা। 


দ্বিতীয় পর্ব- সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণ ৫.৩০-৮.০০ টা।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেনঃ ডা. গুলজার হোসেন উজ্জ্বল, রক্তরোগ বিশেষজ্ঞ, এনআইসিআরএইচ। 


আরও দেখুন: