সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস আজ
সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা
আজ ১২ ডিসেম্বর। সার্বজনীন স্বাস্থ্য সেবা দিবস। দিনটি উদযাপনের লক্ষ্যে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) স্বাক্ষরিত ৩টি নির্দেশনা হলো :
১. সেবা প্রদানকারী সবাইকে নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানে আগমন ও প্রস্থান করতে হবে।
২. সবাইকে ড্রেসকোড মেনে প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
৩. সকল প্রতিষ্ঠানে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল মেডিকেল কলেজের পরিচালক, বিশেষায়িত হাসপাতালের পরিচালক, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক, জেলা সদর হাসপাতাল/জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে, দেশের সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের প্রত্যেককে উল্লেখিত নির্দেশনা পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।