খেজুরের কাঁচা রস না খাওয়ার পরামর্শ

অনলাইন ডেস্ক
2022-12-11 22:57:41
খেজুরের কাঁচা রস না খাওয়ার পরামর্শ

খেজুরের কাঁচা রস খাচ্ছে বাদুড়

নিপাহ ভাইরাস থেকে রক্ষা পেতে খেজুরের কাঁচা রস না খাওয়ার পরামর্শ দিলেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। তাঁর ভাষায়, বাদুড়ের মাধ্যমেই নিপাহ ভাইরাস ছড়ায়। বাদুড় খেজুরের রস খায়। এ সময় বাদুড়ের লালা ও প্রসাবের সঙ্গে নিপাহ ভাইরাস রসের মধ্যে ছড়িয়ে পড়ে। 

রোববার (১১ ডিসেম্বর) খুলনার আইনশৃঙ্খলা কমিটির সভায় এ পরামর্শ দেন তিনি। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ডা. সুজাত আহমেদ বলেন, খেজুরের রস জ্বালিয়ে গুড় তৈরি করে খেলে কোন বিপদের আশঙ্কা নেই। কারণ এতে নিপাহ ভাইরাস ছড়ায় না। এ জন্য খেজুরের কাঁচা রস না খাওয়ার জন্য পরামর্শ দেন তিনি।

করোনাভাইরাস এবং ডেঙ্গু প্রতিরোধে গঠিত কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। খুলনা জেলায় করোনাভাইরাসের প্রথম ডোজ শতভাগ সম্পন্ন হয়েছে বলেও জানান সিভিল সার্জন। 


আরও দেখুন: