রয়্যাল কলেজ অফ ইউকে’র সম্মাননা পেলেন অধ্যাপক ডা. রাশিদা

অনলাইন ডেস্ক
2022-12-10 21:37:42
রয়্যাল কলেজ অফ ইউকে’র সম্মাননা পেলেন অধ্যাপক ডা. রাশিদা

রয়্যাল কলেজ অফ ইউকে’র পক্ষ থেকে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাশিদা বেগমকে সম্মাননা স্মারক তুলে দেয়া হচ্ছে

চিকিৎসা পেশায় ও সমাজ কল্যানে অনবদ্য অবদান রাখায় বাংলাদেশি চিকিৎসক বিশিষ্ট ইনফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাশিদা বেগমকে রয়্যাল কলেজ অফ ইউকে এফআরসিওজি (Royal college of UK FRCOG ) সম্মাননা প্রদান করেছে। শুক্রবার (৯ ডিসেম্বর) এই বাংলাদেশি জীবন্ত কিংবদন্তীর হাতে রয়্যাল কলেজ অফ ইউকে’র পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

এ প্রসঙ্গে, অধ্যাপক ডা. রাশিদা বেগম তাঁর ফেসবুক টাইম লাইনে লিখেছেন, এবারে মাত্র একজনই পেয়েছে এই এওয়ার্ড। উপস্থিত সকলের এপ্রিসিয়েশন ছিল দেখার মত।

অধ্যাপক ডা. রাশিদা বেগমের অনুজ অধ্যাপক মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনার লিখেছেন, 

প্রফেসর ডা. রাশিদা বেগমের চিকিৎসা পেশায় ও সমাজ কল্যানে অনবদ্য অবদান রাখায় Royal college of UK FRCOG প্রদান করে।

আমার বাবা মা জীবিত থাকলে আজ খুশীর অবয়বটা কেমন হতো কল্পনায় ভাসাচ্ছি।

কোথাও চিকিৎসকদের সম্মেলন বা সমাবেশ হলে নিজের পরিচয় রেখে "আমি প্রফেসর ডা. রাশিদার ছোট ভাই" পরিচয় দেই।

তোকে নিয়ে আমরা চিকিৎসক সমাজ গর্বিত। আল্লাহ তোর সকল সুকর্মকে কবুল করুক এবং দীর্ঘ হায়াত দান করুক।


আরও দেখুন: