নিবন্ধনহীন হাসপাতাল-ক্লিনিকে কাজ করলে দায় চিকিৎসকের

অনলাইন ডেস্ক
2022-12-06 19:35:44
নিবন্ধনহীন হাসপাতাল-ক্লিনিকে কাজ করলে দায় চিকিৎসকের

স্বাস্থ্য অধিদফতর

নিবন্ধনহীন বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ও ডায়াগনস্টিক সেন্টারে কাজ করলে এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট চিকিৎসককে নিতে হবে। এই বিষয়ে জানতে পারলে বিধি মোতাবেক যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালকের (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সকল বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অনলাইন নিবন্ধন ও লাইসেন্স প্রক্রিয়ায় আনার চেষ্টা অব্যাহত আছে। ইতোমধ্যে বেশিরভাগ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য অধিদফতরের ডাটাবেইজে অন্তভুর্ক্ত করা হয়েছে। নিবন্ধনের আওতায় আসা সকল বেসরকারি প্রতিষ্ঠানের ডিসপ্লে-তে তাদের লাইসেন্স নম্বার প্রদর্শন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সকল সরকারি, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিজ নিজ প্রধানকে অধীনস্থ সকলের নজরে আনার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগ।


আরও দেখুন: