টিএমএসএস সেন্টারে স্বল্পখরচে ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা

ইলিয়াস হোসেন :
2022-11-30 11:39:14
টিএমএসএস সেন্টারে স্বল্পখরচে ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা

টিএমএসএস ক্যান্সার সেন্টার

বেসরকারি পর্যায়ে তুলনামূলক কম খরচে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা দিচ্ছে সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ টিএমএসএস ক্যান্সার সেন্টার। সম্প্রতি ডক্টর টিভিকে এ তথ্য জানিয়েছেন টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।

তিনি বলেন, ক্যান্সার সেন্টারে আমরা সর্বাধুনিক মেশিন নিয়ে এসেছি। আমাদের ভাবনা শুধু উত্তরবঙ্গ নয়, দেশের অন্যতম সেরা ক্যান্সার চিকিৎসা কেন্দ্র হবে টিএমএসএস ক্যান্সার সেন্টার।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের একটি অঙ্গ প্রতিষ্ঠান টিএমএসএস ক্যান্সার সেন্টার। পূর্ণাঙ্গ ক্যান্সার সেন্টারের জন্য ১৪তলা আলাদা ভবন নির্মাণ হচ্ছে, যা আগামী বছরের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এটি বগুড়া শহরের অদূরে রংপুর রোডের পাশে ঠেঙ্গামারায় অবস্থিত।

ডা. আহসান হাবীব জানান, ১০০ শয্যার ক্যান্সার সেন্টারে বর্তমানে রোগী আছেন ৭০ জন। গত ২২ অক্টোবর সর্বাধুনিক প্রযুক্তির রেডিওথেরাপি ও কেমোথেরাপি মেশিন সংযোজনের পর ক্যান্সার চিকিৎসায় সাড়া ফেলেছে সেন্টারটি।  রোগীদের কাছ থেকে অন্যসব বেসরকারি ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের তুলনায় মাত্র এক-তৃতীয়াংশ খরচ নিচ্ছেন বলে দাবি করেন তিনি।

টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জাকির হোসেন বলেন, টিএমএসএস ক্যান্সার সেন্টারে দেশ-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল ফিজিসিস্ট, রেডিওথেরাপি টেনোলজিস্ট ও নার্স রয়েছেন। তারা যত্ন সহকারে রোগ নির্ণয় ও চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসার পাশাপাশি ক্যান্সার নির্ণয়ের সব ব্যবস্থা এখানে রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সেন্টারটিতে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যন্ত্রপাতি রয়েছে। আন্তর্জাতিক গাইড লাইন অনুযায়ী আধুনিক কেমোথেরাপির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিনের মাধ্যমে RapidArc. IMRT, IGRT- এর মতো রেডিওথেরাপির উন্নত চিকিৎসা দেওয়া হয়।

যেসব সেবা মিলছে টিএমএসএস ক্যান্সার সেন্টার
• ক্যান্সার স্ক্রিনিং
• ডায়াগনোসিস
• অনকো সার্জারি
• কেমোথেরাপি
• রেডিওথেরাপি
• ফলোআপ

কেমোথেরাপি ইউনিটে যেসব সেবা দেওয়া হয়
* কেমোথেরাপি

* হরমোন থেরাপি

* ইমিউনো থেরাপি

* টার্গেটেড থেরাপি

রেডিওথেরাপি ইউনিটের সেবা
• থ্রি-ডি কনফর্মাল রেডিওথেরাপি 
• ইনটেনসিটি মডুলেটেড রেডিওথেরাপি
• ইমেজ গাইডেড রেডিওথেরাপি 
• ভলুউমেট্রিক মডুলেটেড আর্ক রেডিওথেরাপি
• ইলেকট্রন থেরাপি
• ব্রাকিথেরাপি

ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা সেবা

• শুরুতেই স্তন ক্যান্সার নির্ণয়ে রয়েছে উন্নত প্রযুক্তির মেমোগ্রাফির ব্যবস্থা। স্ত্রীরোগ বিশেষজ্ঞের মাধ্যমে নারীদের স্তন পরীক্ষা করা হয়।

• জরায়ুমুখ ক্যান্সার নির্ণয়ে প্যাপ টেস্ট, এইচপিভি টেস্ট ও কলপোস্কপি টেস্ট করা হয়। 

• ফুসফুসের রোগ নির্ণয়ে উন্নত প্রযুক্তির সাহায্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। 

• সব ধরনের ক্যান্সার নির্ণয়ে টিএমএসএস ক্যান্সার সেন্টারে স্থাপন করা হয়েছে উন্নত প্রযুক্তির এক্স-রে, সিটি-স্ক্যান ও এমআরআই মেশিন। সেই সঙ্গে বায়োপসি, হিস্টোপ্যাথলজি টেস্টসহ আধুনিক ডায়াগনস্টিক ল্যাবের ব্যবস্থা রয়েছে।

• সার্জারি, কেমোথেরাপি ও সর্বাধুনিক প্রযুক্তির রেডিওথেরাপির ব্যবস্থা আছে।

• কেমোথেরাপির জন্য রয়েছে ডে-কেয়ার। ফলে কেমোথেরাপি নিয়ে রোগী ওইদিনই বাড়ি ফিরে যেতে পারে। দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে রোগীর সঙ্গে আত্মীয়-স্বজনের থাকার জন্য পরিচ্ছন্ন ডরমেটরি আছে।

• স্ক্রিনিংয়ের জন্য মাঠ পর্যায়ে ক্যাম্পিংয়ের আয়োজন করে টিএমএসএস। 

ডায়াগনস্টিক সুবিধা
ক্লিনিক্যাল প্যাথলজি, বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, সেরোলজি, সাইটোলজি, ভাইরোলজি, ইমিউনোলজি, এফএনএসি, হিসটোপ্যাথলজি, টিউমার শনাক্তকরণ, ব্লাড ট্রান্সফিউশন, হরমোন স্টাডি, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, মেমোগ্রাম, এন্ডোস্কপি, কলোনস্কপি, ইসিজি, ইকো কার্ডিওগ্রাম ও আল্ট্রাসনোগ্রাম করার সুবিধা রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বগুড়াসহ উত্তরবঙ্গের ক্যান্সার রোগীদের চিকিৎসা দিতে ২০১৭ সালে টিএমএসএস ক্যান্সার সেন্টার প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অধ্যাপকা ড. হোসনে আরা বেগম। রোগীদের আরও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এখানে একের পর এক লেটেস্ট ভার্সনের চিকিৎসা-প্রযুক্তি সংযোজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রথম বায়োমলিকুলার লাবরেটরি স্থাপন করতে যাচ্ছে টিএমএসএস। এর ফলে কান্সারের জিন সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ক্যান্সারের নিখুঁত ডায়াগনসিস এবং নির্ভুল চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

বর্তমানে এ ধরনের টেস্টগুলো দেশের বাইরে ৪০-৬০ হাজার টাকায় করে আনতে হয়। এই অত্যাধুনিক লাবরেটরির স্থাপনের পর এই ধরনের মলিকুলার টেস্টগুলো ১৫-২০ হাজার টাকায় করা সম্ভব হবে।

অস্ট্রেলিয়ান বায়োটেকনোলজি কোম্পানি জিং হোল্ডিংসের সহায়তায় বর্তমানে টিএমএসএস বায়োমলিকুলার লাবরেটরি স্থাপনের কাজ চলমান। ইতিমধ্যে বায়োমলিকুলার লাবরেটরিতে সর্বাধুনিক Illumina NextSec 1000 NGS মেশিন আনা হয়েছে। অত্যাধুনিক বায়োমলিকুলার লাবরেটরি চালু হলে ক্যান্সার ট্রিটমেন্টের এক নতুন দ্বার উন্মুক্ত হবে বলে প্রত্যাশা করছেন টিএমএসএস ক্যান্সার সেন্টার সংশ্লিষ্টরা।


আরও দেখুন: