টিএমএসএস সেন্টারে স্বল্পখরচে ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা

ইলিয়াস হোসেন :
2022-11-29 13:25:44
টিএমএসএস সেন্টারে স্বল্পখরচে ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা

টিএমএসএস মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টার

বেসরকারি পর্যায়ে দেশের সবচেয়ে কম খরচে ক্যান্সারের চিকিৎসা দিচ্ছে টিএমএসএস মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টার। 

পূর্ণাঙ্গ ক্যান্সার সেন্টারের জন্য ১৪ তলা বিশিষ্ট আলাদা ভবন নির্মাণ করা হচ্ছে। যা আগামী বছরের মধ্যেই চালু করা সম্ভব হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। 

আমরা মোস্ট আপডেটেড মেশিন নিয়ে আসছি। শুধু
শুধু উত্তরবঙ্গের নয়, বাংলাদেশের অন্যতম সেরা ক্যান্সার চিকিৎসা কেন্দ্র। বেসরকারি পর্যায়ে সবচেয়ে কমখরচে ক্যান্সার চিকিৎসা দিচ্ছে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগ। এই মেশিনের মাধ্যমে প্রতি ৮ ঘন্টায় ৪০ জন ক্যান্সার রোগীকে থেরাপি দেয়া সম্ভব। অন্যসব বেসরকারি ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের চাইতে এক-তৃতীয়াংশ খরচ নিচ্ছে টিএমএসএস।
১০০ বেড়ের ক্যান্সার সেন্টার। বর্তমানে রোগী ভর্তি আছেন ৭০ জন। দেড়মাসের মধ্যেই ক্যান্সার চিকিৎসায় সাড়া ফেলেছে টিএমএসএস মেডিকেলের ক্যান্সার ইউনিট।
২২/০৮/২০২২ থেকে উন্নত প্রযুক্তির সাহায্যে চিকিৎসা চলছে।
উত্তরবঙ্গের
খরচ,

এছাড়াও দেশের প্রথম বায়োমলিকুলার লাবরেটরী স্থাপন করতে যাচ্ছে টিএমএসএস। এরফলে  কান্সারের জিন সিকোয়েন্সিং এর মাধ্যমে কান্সারের নিখুঁত ডায়াগনসিস আর নির্ভুল ট্রিটমেন্ট নিশ্চিত করা সম্ভব হবে।  

অস্ট্রেলিয়ান বায়োটেকনোলজী কোম্পানি জিং হোল্ডিংস এর সহায়তায় বর্তমানে টি এম এস এস বায়োমলিকুলার লাবরেটরী স্থাপনের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে আমাদের বায়োমলিকুলার লাবরেটরীতে সর্বাধুনিক Illumina NextSec 1000 NGS machine আনা হয়েছে  বলে জানান তিনি। 

টিএমএসএস ক্যান্সার সেন্টার থেকে আরও জানানো হয়, অত্যাধুনিক কান্সার বায়োমলিকুলার লাবরেটরীর আমাদের দেশে এটাই প্রথম। বর্তমানে এই ধরনের টেস্টগুলো দেশের বাহির থেকে ৪০-৬০ হাজার টাকায় করে আনতে হয়। এই অত্যাধুনিক লাবরেটরীর স্থাপনের পর এই ধরনের মলিকুলার টেস্টগুলো ১৫-২০ হাজার টাকায় করা সম্ভব হবে। এর দ্বারা কান্সার ট্রিটমেন্টের এক নতুন দ্বার উন্মুক্ত হবে।

ক্যান্সার রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে টিএমএসএস এর উদ্যোগে ১০০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক ল্যাব ও সুযোগ-সুবিধা সহ একটি হাসপাতাল কার্যক্রম চালু করতে যাচ্ছে।

বাংলাদেশেআমরা মোস্ট আপডেটেড মেশিন নিয়ে আসছি। শুধু
শুধু উত্তরবঙ্গের নয়, বাংলাদেশের অন্যতম সেরা ক্যান্সার চিকিৎসা কেন্দ্র। বেসরকারি পর্যায়ে সবচেয়ে কমখরচে ক্যান্সার চিকিৎসা দিচ্ছে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগ। এই মেশিনের মাধ্যমে প্রতি ৮ ঘন্টায় ৪০ জন ক্যান্সার রোগীকে থেরাপি দেয়া সম্ভব। অন্যসব বেসরকারি ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের চাইতে এক-তৃতীয়াংশ খরচ নিচ্ছে টিএমএসএস।
২০০ বেড়ের ক্যান্সার সেন্টার। বর্তমানে রোগী ভর্তি আছেন ৭০ জন। দেড়মাসের মধ্যেই ক্যান্সার চিকিৎসায় সাড়া ফেলেছে টিএমএসএস মেডিকেলের ক্যান্সার ইউনিট।
২২/০৮/২০২২ থেকে উন্নত প্রযুক্তির সাহায্যে চিকিৎসা চলছে।
উত্তরবঙ্গের
খরচ,

অস্ট্রেলিয়ান বায়োটেকনোলজী কোম্পানি জিং হোল্ডিংস এর সহায়তায় বর্তমানে টি এম এস এস বায়োমলিকুলার লাবরেটরী স্থাপনের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যেই আমাদের বায়োমলিকুলার লাবরেটরীতে সর্বাধুনিক Illumina NextSec 1000 NGS machine টি আনা হয়েছে।

ক্যান্সার সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, জনগণের কথা চিন্তা করে সামাজিক প্রকল্প বাস্তবায়ন করে টিএমএসএস। লাভের আশায় নয়, সেবাই আসল উদ্দেশ্য। ক্যান্সার হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানে অবহেলিত উত্তরবঙ্গের জনগণ এবং আর্থিকভাবে অসচ্ছল মানুষ যেন চিকিৎসা নিতে পারে সে বিষয়টি বিবেচনা রাখা হয়েছে বলে জানান তিনি।   

..............

টিএমএসএস ক্যান্সার সেন্টার, বেসরকারি পর্যায়ে দেশের অন্যতম সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ আন্তর্জাতিকমানে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের একটি প্রতিষ্ঠান। বগুড়ার শহরের অদূরে রংপুর রোডের পাশে ঠেঙ্গামারা নামক স্থানে অবস্থিত। 
এখানে দেশ-বিদেশে প্রশিক্ষপ্রাপ্ত  খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল ফিজিসিস্ট, রেডিওথেরাপি টেনোলজিস্ট, ও নার্স রয়েছেন। তারা যত্ন সহকারে ক্যান্সার রোগীদের অসুখ নিরূপন ও চিকিৎসা প্রদান করে থাকেন।  এখানে সূচনায় ক্যান্সার নির্ণয়ের সকল ব্যবস্থা আছে। ক্যান্সার চিকিৎসার জন্য আধুনিক কেমোথেরাপি ও রেডিওথেরাপির ব্যবস্থা আছে । ক্যান্সার চিকিৎসার জন্য টিএমএসএস ক্যান্সার সেন্টার একটি পরিপূর্ণ চিকিৎসা কেন্দ্র। 


সেন্টারটিতে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যন্ত্রপাতির সাহাযে
আন্তর্জাতিক গাইড লাইন অনুযায়ী, কেমোথেরাপি দেওয়ার জন্য এখানে আধুনিক কেমোথেরাপির ব্যবস্থা আছে। রেডিওথেরাপির জন্য অত্যাধুনিক প্রযুক্তির লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন এর মাধ্যমে RapidArc. IMRT, IGRT এর মত উন্নত চিকিৎসা দেয়া হয়। 
রোগীদের যেসব সেবা দিচ্ছে টিএমএসএস ক্যান্সার সেন্টার :
• ক্যান্সার স্ক্রিনিং 
• ডায়াগনোসিস
• অনকো সার্জারি
• কেমোথেরাপি
• রেডিওথেরাপি
• ফলোআপ


টিএমএসএস ক্যান্সার সেন্টারের কেমোথেরাপি ইউনিটে যেসব সেবা দেয়া হয়। 
* কেমোথেরাপি, * হরমোন থেরাপি, * ইমিউনো থেরাপি ও টার্গেটেড থেরাপি। 
রেডিওথেরাপি ইউনিটের সার্ভিস সমূহ : 
• থ্রি-ডি কনফর্মাল রেডিওথেরাপি, 
• ইনটেনসিটি মডুলেটেড রেডিওথেরাপি,
• ইমেজ গাইডেড রেডিওথেরাপি, 
• ভলুউমেট্রিক মডুলেটেড আর্ক রেডিওথেরাপি, 
• ইলেকট্রন থেরাপি
• ব্রাকিথেরাপি। 


টিএমএসএস ক্যান্সার সেন্টারে স্তন ক্যান্সার নির্ণয় ও চিকিৎসার জন্য সেবাসমূহ :
• সূচনায় স্তন ক্যান্সার নির্ণয়ের জন্য রয়েছে উন্নত প্রযুক্তির মেমোগ্রাফির ব্যবস্থা। স্ত্রীরোগ বিশেষজ্ঞের মাধ্যমে মহিলাদের স্তন পরীক্ষা করা হয়।
• জরায়ুমুখ ক্যান্সার নির্ণয়ের জন্য এখানে প্যাপ টেস্ট, এইচপিভি টেস্ট ও কলপোস্কপি টেস্ট করা হয়। 
• ফুসফুসের রোগ নির্ণয়ের জন্য উন্নত প্রযুক্তির সাহায্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরিক্ষা করা হয়। 
• সব ধরনের ক্যান্সার নির্ণয়ের জন্য টিএমএসএস ক্যান্সার সেন্টারে স্থাপন করা হয়েছে উন্নত প্রযুক্তির এক্স-রে, সিটি-স্ক্যান ও এমআরআই মেশিন। সেইসাথে বায়োপসি ও হিস্টোপ্যাথলজি টেস্টসহ আধুনিক ডায়াগনস্টিক ল্যাবের ব্যবস্থা রয়েছে এখানে।  
• ক্যান্সার চিকিৎসার জন্য সার্জারি, কেমোথেরাপি ও সর্বাধুনিক প্রযুক্তির রেডিওথেরাপির ব্যবস্থা আছে।
• কেমোথেরাপির জন্য রয়েছে ডে কেয়ারের ব্যবস্থা। যার ফলে কেমোথেরাপি নিয়ে রোগী ঐ দিনই বাড়ি ফিরে যেতে পারে। দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে রোগীর সাথে আত্মীয়-স্বজনের থাকার জন্য পরিচ্ছন্ন ডরমেটরির সু-ব্যবস্থা আছে। 
• রোগ নির্ণয় ও স্ক্রিনিংয়ের জন্য মাঠ পর্যায়ে ক্যাম্পিংয়ের আয়োজন করে টিএমএসএস। 
ডায়াগনস্টিক সুবিধাসমূহ :
• ক্লিনিক্যাল প্যাথলজি
• বায়োকেমিস্ট্র, 
• হেমাটোলজি, 
• মাইক্রোবায়োলজি
• সেরোলজি, 
• সাইটোলজি,
• ভাইরোলজি, 
• ইমিউনোলজি
• এফএনএসি
• হিসটোপ্যাথলজি, 
• টিউমার শনাক্তকরণ
• ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস, 
• হরমোন স্ট্রাডি
• এক্স-রে, 
• সিটি স্ক্যান, 
• এমআরআই
• মেমোগ্রাম,
• এন্ডোস্কপি, 
• কলোপস্কপি
• ইসিজি, ইকো কার্ডিগ্রাম
• আল্ট্রাসনোগ্রাম।  


আরও দেখুন: