মমেক হাসপাতালে অর্ধশতাধিক হৃদরোগীর এনজিওগ্রাম ও স্টেন্টিং সম্পন্ন
মমেক হাসপাতালে অর্ধশতাধিক হৃদরোগীর এঞ্জিওগ্রাম ও স্টেন্টিং
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে সফলভাবে অর্ধশতাধিক হৃদরোগীর এনজিওগ্রাম ও স্টেন্টিং সম্পন্ন হয়েছে। সোমবার দিবাগত রাতে নিজ ফেসবুকওয়ালে সাফল্যের এই তথ্য জানিয়েছেন মমেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. ওয়াসিম খান।
এজন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। এছাড়াও সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন মমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো: গোলাম কিবরিয়া, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান, ইউনিট প্রধানগন, এনআইসিভিডি টিম এবং কার্ডিওলজি বিভাগের সকল ফেলো, কোর্স অফিসার, সিস্টারসহ সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রতি।
কার্ডিওলজিস্ট ডা. ওয়াসিম খানের ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
আলহামদুলিল্লাহ #হাফ_সেঞ্চুরি প্লাস এনজিওগ্রাম ও স্টেন্টিং। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।
ধন্যবাদ হাসপাতালের প্রশাসনের সকলকে। মাননীয় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো গোলাম কিবরিয়া স্যার, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান, ইউনিট প্রধানগন , NICVD Team, এবং কার্ডিওলজি বিভাগের সকল ফেলো , কোর্স অফিসার গন, সিস্টার সহ সকল পর্যায়ের কর্মচারীদের প্রতি।
যাত্রা অব্যাহত থাকুক অদম্য গতিতে।
আমাদের শ্রদ্ধেয় শিক্ষক গন পাশে থাকবেন ছায়ার মতন।