ফুলেল শ্রদ্ধায় শহীদ ডা. মিলনকে স্মরণ

ডক্টর টিভি রিপোর্ট
2022-11-27 12:56:07
ফুলেল শ্রদ্ধায় শহীদ ডা. মিলনকে স্মরণ

আওয়ামী লীগের পক্ষ থেকে ডা. মিলনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস রবিবার (২৭ নভেম্বর)। দিবসটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে তার কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সকাল ৮টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে ডা. মিলনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

ডা. মিলন দিবসে তার সমাধিতে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ডা. মিলনের কবের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠন। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্নিঝরা উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্ত বাহিনীর গুলিতে শহীদ হন ডা. শামসুল আলম খান মিলন। তার আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী গণআন্দোলন আরও বেগবান হয় এবং এক ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে।


আরও দেখুন: