স্বাস্থ্যখাতে বিশ্বে বাংলাদেশ রোল মডেল

অনলাইন ডেস্ক
2022-11-26 15:17:34
স্বাস্থ্যখাতে বিশ্বে বাংলাদেশ রোল মডেল

আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে সরকারি চিকিৎসক ছিলেন ১২ হাজার ৩৮২, এখন হয়েছে ৩০ হাজার ১৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বখ্যাত ল্যানসেট চিকিৎসা সাময়িকী বাংলাদেশের স্বাস্থ্যখাতে অর্জনকে (ডিসেম্বর ২০১৩) ছয়টি সিরিজ প্রকাশনার মাধ্যমে এশিয়ার বিস্ময় হিসেবে তুলে ধরেছে। নানা প্রতিকূলতা ও অপ্রতুলতা সত্ত্বেও বাংলাদেশের অসাধারণ সাফল্য বিশ্বে এখন রোল মডেল।

শুক্রবার (২৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ বক্তব্য দেন। মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।

জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি স্বাচিপের স্থায়ী কার্যালয়ের ফলক উন্মোচন করেন।

স্বাস্থ্যখাতের উন্নয়নে তার সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় হাসপাতালে শয্যা ছিল সরকারি ৫৮ ও বেসরকারিতে ২ হাজার ২৭১টি, যা ২০২২ সালে হয়েছে সরকারি ৬৮ হাজার ৩৪৫ এবং বেসরকারি ১ লাখ ৫ হাজার ১৬৮। সরকারি চিকিৎসক ছিলেন ১২ হাজার ৩৮২, এখন হয়েছে ৩০ হাজার ১৫২। ১৪ হাজার ৩৭৭ থেকে বাড়িয়ে নার্স করা হয়েছে ৪৩ হাজার ১৫।

তিনি বলেন, দেশের ৩২টি স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ও বিশেষায়িত হাসপাতালের মধ্যে আওয়ামী লীগই করেছে ২২টি। দুর্যোগ, দুর্ঘটনা, সংক্রামক-অসংক্রামক ব্যাধি সংক্রান্ত তথ্য সংগ্রহ, সরবরাহ এবং সংরক্ষণ করার জন্য ডিজিটাল ‘হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম’ করেছি, যেন দুর্যোগপ্রবণ এলাকায় প্রয়োজনীয় ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী দুর্যোগের আগেই পাঠানো যায়।

সরকারপ্রধান বলেন, সরকার ‘মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম’ চালু করেছে। এর আওতায় দরিদ্র-হতদরিদ্র মায়েদের প্রসবপূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী যাবতীয় সেবা, যাতায়াত খরচ এবং পুষ্টিকর খাবারের অর্থ দেয়া হচ্ছে।

তিনি বলেন, সরকার কমিউনিটি স্কিলড বার্থ এটেন্ডেন্ট (সিএসবিএ) প্রশিক্ষণ দিচ্ছে। মিডওয়াইফারি প্রশিক্ষণ কোর্স চালু করেছে এবং সিনিয়র স্টাফ নার্সদের ৬ মাসের মিডওয়াইফারি প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু করার পাশাপাশি ৩ হাজার মিডওয়াইফ পদ সৃষ্টি করে মিডওয়াইফদের পদায়ন করেছে।

বাংলাদেশে মাতৃমৃত্যুর অন্যতম কারণ প্রসবজনিত রক্তক্ষরণ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অক্সিটসিন ইনজেকশন এবং বিনা পয়সায় মিজোপ্রস্টল ট্যাবলেট সরবরাহ করছে।

তিনি বলেন, কভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমে বাংলাদেশ বিশ্বের জন্য রোল মডেল, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পর্যন্ত ১৪ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৪৯ জনকে প্রথম ডোজ, ১২ কোটি ৫১ লাখ ০৯ হাজার ৬২৯ জনকে ২য় ডোজ, এবং ৫ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ২৭৫ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। তিনি সবাইকে বিশেষ করে চিকিৎসকদেরও বুস্টার ডোজ গ্রহণের আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, কভিড-১৯ মোকাবিলায় আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, ‘কভিড-১৯ রিকোভারি সূচকে’ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবার উপরে এবং বিশ্বের যে দেশগুলো সবচেয়ে ভালো করছে সেই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে।

তিনি অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদের যাদের নিজের জমি-জমা আছে, তাদের তরিতরকারি, শাক-সবজি তথা ফসল ফলানোর আহবান জানান, যাতে আমরা নিজেদের চাহিদা মিটিয়ে অন্য দেশকেও সহযোগিতা করতে পারি।

বাংলাদেশ বিশ্বের অন্য অনেক দেশকে যাতে খাদ্য সহায়তা করতে পারে সেজন্য তার সরকার সারাদেশে যে ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে, তাতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিয়েছে। পাশাপাশি গবেষণার মাধ্যমে ডিম, দুধ, ফল-মূল তরিতরকারির উৎপাদন বাড়িয়ে সীমিত জায়গাতেই মানুষের চাহিদা পূরণ করছে বলেও তিনি উল্লেখ করেন।


আরও দেখুন: