স্বাচিপের নেতৃত্বে নতুন মুখ
অধ্যাপক ডা. জামাল উদ্দিন ও অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন
নতুন নেতৃত্ব পেল ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী। কমিটির মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) ৫ম জাতীয় সম্মেলনে নির্বাচিত নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
সংগঠনটির আগের কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক ডা. ইকবাল আর্সলান এবং মহাসচিব ছিলেন অধ্যাপক ডা. এম এ আজিজ।
উল্লেখ্য, নতুন সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী স্বাচিপের আগের কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি বিএমএ ও বিএমডিসির সেন্ট্রাল কমিটিতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
স্বাচিপের নতুন মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন একজন খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি কেন্দ্রীয় স্বাচিপের কার্যকরী সদস্য ও প্রচার সম্পাদক ছিলেন। স্বাচিপের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
এছাড়াও বিএমএ'র বর্তমান যুগ্ম মহাসচিব তিনি। এরআগে, সংগঠনটির সাইন্টিফিক সেক্রেটারি ও অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
ছাত্রজীবনে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।