শিশুদের করোনা টিকাদান অব্যাহত থাকবে ঢাকার ২ হাসপাতালে

অনলাইন ডেস্ক
2022-11-21 16:10:49
শিশুদের করোনা টিকাদান অব্যাহত থাকবে ঢাকার ২ হাসপাতালে

৫-১১ বছর বযসী শিশুদের টিকাদান

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ঢাকার দুই সিটি করপোরেশনে করোনাভাইরাস সংক্রমণ রোধে ৫-১১ বছরের শিশুদের টিকাদান কার্যক্রমের প্রথম ডোজ শেষ হয়েছে। তবে টিকাদানে বাদ পড়াদের প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য স্থায়ী কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর  জানিয়েছে, এখন থেকে শিশুদের টিকাদানের স্থায়ী কেন্দ্র হিসেবে ব্যবহার হবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য ডিএনসিসি হাসপাতাল, মহাখালী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল স্থায়ী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। প্রথম ডোজ গ্রহণের ৫৬ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের সম্মতিক্রমে পত্রটি মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকার সিভিল সার্জন, ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের পরিচালক ও ঢাকা জেলার প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।


আরও দেখুন: