‘উপজেলার চিকিৎসকদের দাবি প্রধানমন্ত্রীকে জানানোর আশ্বাস’

অনলাইন ডেস্ক
2022-11-17 20:48:38
‘উপজেলার চিকিৎসকদের দাবি প্রধানমন্ত্রীকে জানানোর আশ্বাস’

কুমিল্লা জেলা ইউএইচএফপিও ফোরামের পক্ষ থেকে চিকিৎসক নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়

চিকিৎসকদের নিরাপত্তাহীনতা, অবকাঠামোর সমস্যা ও  টেকনিক্যাল কয়েকটি পদে দীর্ঘদিন জনবল নিয়োগ না হওয়াসহ উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিদ্যমান অসঙ্গতিসমূহ প্রধানমন্ত্রীকে অবহিত করার আশ্বাস দিয়েছেন কুমিল্লা জেলা বিএমএ ও স্বাচিপের নেতারা।

বৃহস্পতিবার কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে জেলার সব উপজেলার স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, কনসালটেন্ট এবং মেডিকেল অফিসারদের সাথে মত বিনিময় সভায় এ আশ্বাস দেন জেলার চিকিৎসক নেতারা। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা বিএমএ এবং স্বাচিপের সভাপতি ডা. আব্দুল বাকী আনিস, কুমিল্লা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম মোর্শেদ। এতে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী।

মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাপনায় যেসব অসঙ্গতি রয়েছে, যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়- তা তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তারা। বিশেষ করে চিকিৎসকদের নিরাপত্তাহীনতা, অবকাঠামোর সমস্যা, দীর্ঘদিন জনবল নিয়োগ না হওয়ায় স্বাভাবিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালিয়ে রাখা কতোটা দুরুহ তা তুলে ধরেন। কোভিড কালীন সময়ে শত প্রতিকূলতা মোকাবিলা করে কোভিড নিয়ন্ত্রণে ভূমিকা রাখার পরও মেলেনি প্রতিশ্রুত প্রণোদনা, কোভিড স্যাম্পল পরিবহনের জন্য দেয়া হয়নি কোন বরাদ্ধ, স্বাস্থ্য ক্যাডারে নিয়মিত পদোন্নতি না হওয়ায় হতাশা ব্যক্ত করেন।

কুমিল্লা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডা. আব্দুল বাকী আনিস বলেন, আপনাদের দাবীগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌছে দিব। আপনাদের প্রতিটি দাবী যুক্তিসঙ্গত। কর্মস্থলে যদি নিরাপত্তাই না থাকে তাহলে কিভাবে উপজেলায় চিকিৎসক থাকবে? যদি জনবলই না থাকে তাহলে কিভাবে কাংখিত স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব? এত সব প্রতিকূলতা মোকাবিলা করে উপজেলার জনগণকে স্বাস্থ্য সেবা দিয়ে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

চিকিৎসকদের দাবীগুলো যৌক্তিক বলে উল্লেখ করেন কুমিল্লা স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম মোর্শেদ। কোভিড কালীন সময়ে কোভিড মোকাবিলায় কুমিল্লার চিকিৎসকেরা যে অবদান রেখেছেন এ জন্য সবাইকে তিনি ধন্যবাদ জানান।  

ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় সবচেয়ে বড় সমস্যা হলো সমন্বয়হীনতা। শুধু চিকিৎসক আর নার্স নিয়োগ দিলেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা একটি সমন্বিত ব্যবস্থাপনা। এখানে চিকিৎসক, নার্সের পাশাপাশি পরিচ্ছন্নকর্মী, ওয়ার্ডবয়, আয়া সবারই নিজ নিজ ক্ষেত্র থেকে ভুমিকা পালন করতে হয়। চিকিৎসক, নার্স নিয়োগ দেয়ার পাশাপাশি তাদের থাকার জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে, জনবল নিয়োগ দিতে হবে, প্রয়োজনীয় যন্ত্রপাতি (লজিস্টিকস) দিতে হবে। সবকিছুর মাঝে সমন্বয় থাকলেই সম্ভব হবে কাংখিত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।

কুমিল্লা জেলা ইউএইচএফপিও ফোরামের পক্ষ থেকে চিকিৎসক নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা ইউএইচএফপিও ফোরামের সভাপতি ডা. কামরুল হাসান সোহেল, ডা. মোঃ মীর হোসেন মিঠু, ডা. মোঃ জালাল হোসেন সহ অন্যান্যরা।


আরও দেখুন: