চিকিৎসক লাঞ্ছনার মামলায় কারাগারে পৌর কাউন্সিলর
চিকিৎসক লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেয়ার মামলায় কারাগারে নীলফামারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজুর রহমান শাহ
চিকিৎসক লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেয়ার মামলায় কারাগারে গেলেন নীলফামারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজুর রহমান শাহ। সূত্র : দেশ রূপান্তর।
সোমবার নীলফামারীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগার পাঠানোর নির্দেশ দেন।
মাহফুজুর রহমান শহরের দক্ষিণ হাড়োয়া এলাকার মৃত একরামুল হক শাহর ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১ আগস্ট রাতে পৌর কাউন্সিলার মাহফুজুর রহমান শাহ নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক শাতিল সাইমুম চৌধুরীকে লাঞ্ছিত করেন। একই সাথে এ্যাম্বুলেন্স চালক আনোয়ার হোসেনকে মারধর করেন।
এ ঘটনার পর নীলফামারী সদর থানায় মামলা করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু আল হাজ্জাজ।