ডায়াবেটিসে আক্রান্ত দুই-তৃতীয়াংশ মানুষ শহরের
ডায়াবেটিস আছে এমন রোগীদের অন্তত ৫০ শতাংশ জানেনই না যে, তাদের এটি আছে
ডায়াবেটিসে আক্রান্তদের দুই-তৃতীয়াংশ মানুষ শহরাঞ্চলের বাসিন্দা। তিন-চতুর্থাংশ মানুষ কর্মজীবী। আর ১২ লাখের বেশি শিশু-কিশোর টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রবিবার (১৩ নভেম্বর) রাজধানীর বারডেম হাসপাতালের শহীদ মেজর সালেক চৌধুরী বীর উত্তম সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এ সংবাদ সম্মেলন আয়োজন করে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. টি এ চৌধুরী, অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব ডা. মোহাম্মদ সাইফ উদ্দিন, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিইও অধ্যাপক এম এ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ২০২১ সালে বিশ্বে ডায়াবেটিসের কারণে ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আর রোগটির পেছনে ব্যয় হয়েছে ৯৬৬ বিলিয়ন ডলার, যা বৈশ্বিক স্বাস্থ্যখাতে মোট ব্যয়ের ৮ শতাংশ।
ডায়াবেটিস সারা জীবনের রোগ। এটি কখনও সম্পূর্ণ সারে না। চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ধারিত নিয়ম-শৃঙ্খলা মেনে চললে এবং প্রয়োজনে পরিমাণ মতো ওষুধ গ্রহণ করলে এ রোগ নিয়ন্ত্রণে রেখে সুস্থ ও প্রায় স্বাভাবিক জীবনযাপন সম্ভব। ডায়াবেটিসজনিত জটিলতা থেকেও রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন তারা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ডায়াবেটিস আছে এমন রোগীদের অন্তত ৫০ শতাংশ জানেনই না যে, তাদের এটি আছে। এ কারণে দেশের সকল শ্রেণীর মানুষকে এ রোগ সম্পর্কে সচেতন করে তোলা প্রয়োজন। ডায়াবেটিস আছে কিনা তা জানতে সবার সময়ে সময়ে রক্তের গ্লুকোজ পরীক্ষার পরামর্শ দেন তারা।