পুরস্কার জিতেছে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

অনলাইন ডেস্ক
2022-11-10 23:09:16
পুরস্কার জিতেছে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বরুড়া উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২

কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এ ২য় সেরা স্টলের পুরষ্কার জিতেছে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার বরুড়ায় আয়োজিত দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। 

উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলায় সেরা স্টল নির্বাচিত হয় বরুড়া মাধ্যমিক শিক্ষা অফিস, ২য় সেরা হয় যৌথভাবে বরুড়া পৌরসভা ও বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৩য় সেরা হয় বরুড়া কৃষি অফিস।

এরআগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম। 

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্ভাবনী মেলায় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ ০১(বরুড়া) 'র ডিজিএম মোঃ জালাল উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদ মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভুঁইয়া।

উদ্ভাবনী মেলায় অংশগ্রহণকারী সংগঠনগুলো হল: উপজেলা প্রশাসন, ভুমি অফিস, বরুড়া থানা পুলিশ, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহিলা বিষয়ক অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা রিসোর্স সেন্টার, প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা প্রকৌশল অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি (বরুড়া) , সকল অনলাইন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ফাইনান্সিয়াল প্রতিষ্ঠান, উপজেলা প্রাণী সম্পদ, মৎস্য অফিস, যুব উন্নয়ন অফিস, সমাজ সেবা অফিস, সমবায় অফিস, কৃষি অফিস, ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা, প্রেস কর্নারে বরুড়া উপজেলা প্রেসক্লাব, সামাজিক সংগঠন বরুড়া উপজেলা রেমিট্যান্স যোদ্ধা সংস্থা, ওরাই আপনজন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়,ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।


আরও দেখুন: